ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য স্থগিত, রাষ্ট্রদূত বহিষ্কার

Untitled-1-5d4ae002837a4

জম্মু-কাম্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছ পাকিস্তান; একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে ইসলামাবাদে থাকা ভারতের রাষ্ট্রদূতকেও।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে ডনের এক প্রতিবেদেন বলা হয়েছে।

সোমবার ভারতের রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। সংবিধানের এই ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয়।

৩৭০ ধারার ফলে অনেক ক্ষেত্রেই স্বায়ত্তশাসিত ছিল জম্মু-কাশ্মীর। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার ছিল ওই অঞ্চলের বাসিন্দাদের। তবে ৩৭০ ধারা বাতিলের ফলে এখন থেকে জম্মু-কাশ্মীরের পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে কঠোর সমালোচনা করেন ইমরান খান। জম্মু-কাশ্মীরে এখন জাতিগত নিধন চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Pin It