ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি আর নেই

ভারতের পার্লামেন্ট সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি আর নেই।

arunjaitleylive-5d60e787df1c4

শনিবার বেলা ১২টা ৭ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি হওয়া বিজেপি নেতা অরুণ জেটলি গত ৯ আগস্ট থেকে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ, মায়াবতী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নীতীশ কুমার ও যোগী আদিত্যনাথের মতো রাজনৈতিক নেতারা ।

এর আগে চলতি বছরের মে মাসেও অরুণ জেটলিকে চিকিৎসার জন্য দিল্লির প্রসিদ্ধ এই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

পেশায় আইনজীবী জেটলি ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব সামলান।

ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনে বিজেপির অভাবনীয় বিজয়ের পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে সরকারের অংশ করতে বা কোনো গুরুদায়িত্ব না দিতে প্রধানমন্ত্রী মোদিকে লিখিত দিয়েছিলেন অরুণ জেটলি।

Pin It