সিনেমা প্রসঙ্গের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ নিয়েও সংবাদের শিরোনামে আসেন দীপিকা পাডুকোন। সম্প্রতি তাকে বিশেষ সম্মানে ভূষিত করলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দাভোসে ক্রিস্টাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো ‘ছপাক’ স্টারের হাতে।
হতাশার সঙ্গে তার লড়াই কীভাবে এই নিয়ে সচেতনতা প্রচারের কাজের ক্ষেত্রে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই গল্পই দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।
দীপিকা বলেন, ‘আমি যখন এই পুরস্কার গ্রহণ করছি, তখনই বিশ্ব আরো একজন আত্মঘাতীকে হারিয়েছে। হতাশা ও মানসিক অসুস্থতার জন্য বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলারের প্রভাব পড়ে।’ জীবনে প্রথমবার হতাশায় ভোগার গল্পও শোনান তিনি।
তিনি আরো বলেন, ‘হতাশা একটা সাধারণ মেডিক্যাল অসুস্থতা। এটা বুঝতে হবে যে, হতাশা অন্যান্য রোগের মতোই, আর এর চিকিত্সা করা যায়। ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক আমাকে অনেককিছু শিখিয়েছে। যারাই এই সমস্যায় ভুগছেন তাদের বলতে চাই ,আপনি একা নন।’