ভালোবাসা দিবসে প্রিয়জনকে যেসব উপহার দিতে পারেন

Pic-4-5c5816429d116

ভালোবাসার মানুষকে কি উপহার দেবেন তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সবাই তার প্রিয় মানুষটি খুশী করতে চায়। এ কারণে উপহারটা যেন তার জন্য বিশেষ কিছু হয় এটা সবারই চেষ্টা থাকে। ভালোবাসার এই মাসে প্রত্যেকেই চাইবেন তার পছন্দের মানুষটিকে বিশেষ কিছু উপহার দিতে । যে জিনিসটা খুব ভারী হবে না আবার প্রিয়জনকে খুশীও করতে  পারবে। যেমন-

১. যার ভালোবাসার মানুষটি গান শুনতে পছন্দ করেন তাকে ভ্যালেন্টাইন উপহার হিসাবে ভাল মানের একটা হেড ফোন দিতে পারেন।

২. আপনার পছন্দের মানুষকে পারফিউম দিতে পারেন। সাধারণ কোন পারফিউম না দিয়ে এমন সুঘ্রানযুক্ত পারফিউম দিন যেটা ব্যবহার করলেই সঙ্গীর আপনার কথা মনে পড়বে।

৩. সবসময় ব্যবহারের জন্য প্রিয়জনকে কেডসজাতীয় জুতা উপহার দিতে পারেন।

৪. আপনার সঙ্গীর চেহারার সঙ্গে মানানসই ভাল মানের সানগ্লাস উপহার দিতে পারেন ভালোবাসা দিবসে।

৫. যাদের সঙ্গী মোটরবাইক চালায় তারা প্রিয়জনকে বাইক চালানোর উপযোগী চামড়ার জ্যাকেট কিনে দিতে পারেন। এই ধরনের উপহার নিশ্চিতভাবে আপনার সঙ্গীকে চমকে দেবে।

৬. পুরুষ সঙ্গীকে শেভিং ফোম, লোশন, হেয়ার জেল কিংবা এই জাতীয় কিছু কিনে দিতে পারেন ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য।

৭. প্রেমিকার জন্য কিনতে পারেন হ্যান্ডব্যাগ। যেটা সে সবসময় ব্যবহার করতে পারবে।

৮. সাজতে পছন্দ করলে প্রেমিকার জন্য মেকাপের জিনিস কিংবা ছোট্ট গহনাও কিনতে পারেন।

Pin It