ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস

image-222259-1613317193

এসেছে ঋতুরাজ বসন্ত। সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। আর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পহেলা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি। নতুন সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একই দিনে পালিত হচ্ছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস।

এ বছর বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে এসেছে। কোভিড-১৯-এর কারণে নগরের চারপাশে হয়তো ততটা দেখা মিলবে না বসন্তের রঙিন হাওয়ায় ভেসে যাওয়া মানুষের। তবে নিজস্ব পরিমণ্ডলে বাসন্তী রাঙা বসনে সবাই বরণ করে নিতে পারি রঙিন বসন্তকে। পোশাক-পরিচ্ছদেও পাওয়া যেতে পারে ফাগুন আর ভালোবাসার রঙের ছোঁয়া। বর্তমান সময়ে এত প্রতিকূলতা ছাড়িয়ে ফাগুনের আগুনময় ভালোবাসা হয়ে উঠুক নতুন স্বপ্ন রচনার সূতিকাগার।

Love Is Meaningless Without Trust. 14-02-2021

Posted by Obaidul Quader on Saturday, February 13, 2021

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।’ স্ট্যাটাসটির সঙ্গে নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছেন তিনি।

ষড় ঋতুর এই দেশে বাঙালি প্রতি বছর এই বসন্তের অপেক্ষায় থাকে। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা বসে অবিরত। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়ে বসন্ত বরণে চলে ধুম আয়োজন। শীতের জীর্ণ পত্র-পল্লব ভেদ করে জেগে ওঠে বসন্তের নতুন পাতা, নতুন ফুলের কুঁড়ি। মনে হয় প্রকৃতি যেন সেজেছে এক নববধূর রূপে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়—‘ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল/ চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়/ বেণুবনে মর্মরে দখিনা বায়।’

বিএনপি জনগণ-পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে: কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে।’ বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন।

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’ জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে।’ আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে বলেও জানান তিনি।

দেশে এখন এমন কোন আন্দোলনের ইস্যু নেই, প্রধামন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

সরকার নাকি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয়, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যে সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।’

নিজের অবস্থান ভারি করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।’

তাড়াশ উপজেলা প্রান্তে এসময় বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Pin It