সম্প্রতি এক ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় তারকা কোয়েল মল্লিক৷ মা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দিয়েছেন তিনি নিজেই। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ছেলের ছবি শেয়ার করে ফ্যানেদের দেখিয়েছেন কোয়েল ৷ তবে এবার সেই ছেলের ভুয়া ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্য ছড়িয়ে পড়া ভুয়া খবর দেখে প্রচণ্ড ক্ষুব্ধ কোয়েল ৷
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়েলের এক বন্ধুর সন্তানের ছবিকে কোয়েলের সন্তানের ছবি বলে প্রচার করা হয়। সেই ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়ে ৷ এ দেখে ক্ষেপে যান কোয়েল ৷ খবর আনন্দবাজারের
এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোয়েল লেখেন, ‘আমি সব সময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে হওয়া ভুয়া খবরে চুপ করে থেকেছি। কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ- দয়া করে কোনওরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ, আমরা সবাই ভালো আছি। ভাল থাকুন, ভাল রাখুন।’
তবে শুধুই সন্তানকে নিয়ে নয়, কোয়েল মল্লিককে নিয়ে রটে যাওয়া ভুয়া খবরে এমনও ছিল যে, করোনায় আক্রান্ত হয়েছেন মল্লিক পরিবারের সদস্য ৷ সেই খবরকেও রীতিমত উড়িয়ে দেন কোয়েল।
তারকাদের জীবন নিয়ে সাধারণের উৎসাহের অন্ত নেই। কিন্তু তা বলে পরিবারকে নিয়ে কদর্য এবং বিকৃত তথ্য ছড়ানোয় প্রতিবাদে মুখর হয়েছেন কোয়েল অনুরাগীরা।