জাতীয় ভোটার দিবস পালনের নামে সরকার জনগণের সঙ্গে ‘তামাশা’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, একাদশ জাতীয় নির্বাচন ও ডিএনসিসি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটাধিকার হরণ করা হয়েছে।
তিনি বলেন, ভোটার যেখানে ভোট দিতে পারেন না, সেখানে ভোটার দিবসের স্লোগান করা হয়েছে ‘ভোটার হোন, ভোট দিন।’ এটা অত্যন্ত হাস্যপ্রদ। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ দিবস পালন করে একটা তামাশা সৃষ্টি করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন সম্পর্কে তিনি অভিযোগ করেন, মেয়র পদে উপনির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাননি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারাও আশ্চর্যান্বিত হয়েছেন। কেন ভোটার নেই। শুধু নতুন ওয়ার্ডে কিছু ভোটার ভোট দিয়েছেন। এই ভোটারশূন্য নির্বাচনেও ভোটের ফলে দেখা গেল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ৮ লাখ ৩৯ হাজার ভোট পেয়েছেন। এই ভোট কোথা থেকে এলো?
খন্দকার মোশাররফ বলেন, জনগণ একাদশ জাতীয় সংসদে সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা এসেছে। তাই প্রতিবাদস্বরূপ ডিএনসিসি ভোটে তারা কেন্দ্রে যাননি। এটি সরকার ও নির্বাচন কমিশনকে এক ধরনের প্রত্যাখ্যান।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মৎস্যজীবী দলের নেতা নাদিম চৌধুরী, সেলিম মিয়া, জাকির হোসনে খান প্রমুখ উপস্থিত ছিলেন।