‘ভোট গণনায় সময় বেশি লাগবে, পোস্টাল ভোট গণনায় আরও বেশি লাগবে’

1769095580-f4298514d42c8c6802bdee2a2a3dbc1f

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়ায় এবার ভোট গণনায় সময় বেশি লাগবে। আর পোস্টাল ব্যালট গণনায় আরও বেশি সময় লাগবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, এবার প্রার্থীর সংখ্যাও বেশি, দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে তাই ভোট গণনার সময় একটু বেশি লাগতে পারে।

আর আপনার পোস্টাল ব্যালট আসবে সেখানে আরও বেশি সময় লাগবে। আই রিপিট সেখানে আরও বেশি সময় লাগবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনার জিনিসটা বুঝবেন। এখন আমরা চেষ্টা করছি মানে কত গণনাকারী দিলে এই জিনিসটা দ্রুততম সময়ের ভেতরে আমরা করতে পারি।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে আমরা এবার দুটো ব্যালট, দুইটা দুই রকমের ব্যালট ব্যবহার করছি। প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট। আবার পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট, সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে। সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে যে সেন্টারের গণনা আগে হয়ে যাবে কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা, ওটার গণনার সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট কত ভোট ফেরত আসবে সেটার ওপরে নির্ভর করবে কত সময় লাগবে। কিন্তু যতগুলো ইনভেলপ আসবে, সেটা সবগুলো নিয়ে খুলতে হবে।

Pin It