ভোট ভালো হয়েছে, সামনে আরও ভালো হবে: ইসি সচিব

image-505571-1641394634

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ছয়জন মারা গেলেও নির্বাচন কমিশন এটাকে ‘ভালো’ নির্বাচন বলে আখ্যায়িত করেছে। ভোটগ্রহণ শেষে বুধবার (৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন, কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখন পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে তাতে আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে সেটি আরও ভালো হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে ছয়জন নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।

ইসি সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এ ধাপে ৭০ ভাগের বেশি ভোট পড়েছে বলে জানতে পেরেছি।

ছয়জনের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সচিব বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক বিষয়। এই কয়টি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা প্রার্থীদের অনুরোধ জানাবো, জয়ী বা পরাজিত হলে ফলাফল যেন মেনে নেন তারা। তারা যেন অতি আবেগী না হয়ে পড়েন। এটিই আমাদের প্রত্যাশা।

সচিব বলেন, এ পর্যন্ত ৩ হাজার ৭৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। তফসিল ঘোষণা করা হয়েছে ৪ হাজার ১৩৮টির। মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউনিয়নে সীমানা নির্ধারণ ও মামলা থাকায় সেগুলোতে নির্বাচন করা যাচ্ছে না।

প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ায় নয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবীর বলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে (রিটার্নিং কর্মকর্তা) আইনবহির্ভূত কাজের জন্য আইনের আওতায় নিয়ে এসেছি। ওই ইউনিয়নের নির্বাচন বন্ধ করা হয়েছে।

Pin It