ভ্যাকসিনের দাম ফাঁস করে দিলো বেলজিয়াম

image-208355-1608562075 (1)

বিশ্ব যখন অধির আগ্রহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই ‘ভুল’ করে এর দাম ফাঁস করে দিয়েছে বেলজিয়াম। তবে ইউরোপের এই ভ্যাকসিনগুলোর দাম এখনই প্রকাশ করতে চাইছিলো না প্রতিষ্ঠানগুলো।

ইউরোপীয় ইউনিয়ন থেকে কেনা প্রতিটি ভ্যাকসিনের দাম বৃহস্পতিবার সবার জন্য প্রকাশ করে দেন বেলজিয়ামের পররাষ্ট্র সচিব ইভা দে ব্লিকার। অবশ্য পরে টুইটে প্রকাশ করা সেই দাম মুছে দেওয়া হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশট হিসেবে সেটা ভাইরাল হয়ে যায়। বেলজিয়ামের সংবাদমাধ্যম এইচএলএন এ তথ্য জানায়।

প্রকাশিত স্ক্রিনশট অনুসারে ছয়টি ভ্যাকসিনের প্রতি ডোজ মূল্য:

১. অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দাম: ১.৭৮ ইউরো (১৮৪.২৪ টাকা)

২. জনসন এবং জনসন ভ্যাকসিনের দাম: ৮.৫০ ডলার (৭২০.২৫ টাকা)

৩. সানোফি / জিএসকে ভ্যাকসিনের দাম: ৭.৫৬ ইউরো (৭৮২.৫১ টাকা)

৪. বায়োনেটেক / ফাইজার: ১২ ইউরো ( ১২৪২.২২ টাকা)

৫. কিউরে ভ্যাক: ১০ ইউরো (১০৩৫.১৮ টাকা)

৬. মর্ডানা : ১৮ ডলার (১৫২৫.২৪ টাকা)

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়াম মোট ৩৩ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন কিনছে। যাতে তাদের খরচ হচ্ছে ২৭৯ মিলিয়ন ডলার।

Pin It