সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদের গলির সামনের সড়কে ফ্লাইওভারের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই গলিতে এজি চার্চ ও এজি চার্চ স্কুলের দুটি ভবন অবস্থিত।
রাজধানীর মগবাজার মোড়ের কাছে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের গলির সামনের সড়কে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই গলিতে এজি চার্চ ও এজি চার্চ স্কুলের দুটি ভবন অবস্থিত।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এক তরুণের নিহত হওয়ার তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, “আমরা জেনেছি ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল ছুড়ে মারা হলে ২০-২২ বছরের এক তরুণের মাথায় গিয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
নিহত তরুণের নাম সিয়াম। তিনি মগবাজারের একটি ডেকোরেটর দোকানের কর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।





