মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জাহানারার

Screenshot 2025-11-06 210444

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।

জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- তোর পিরিয়ডের কত দিন চলছে?’ পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।’

এই নারী ক্রিকেটারের অভিযোগ, বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এখন তিনি বোর্ডের কাছে নয়, আল্লাহর কাছেই বিচার চেয়েছেন।

তার ভাষায়, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’

তবে এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম কিংবা বিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাহানারা আলম বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। নারী ক্রিকেটে তিনি দেশের অন্যতম সফল বোলার এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

Pin It