মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছে সেবা সমন্বয়

image-146940-1587672558

রাজধানী ও রাজধানীর আশেপাশের এলাকার ৩১১টি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেবা সমন্বয়।

এদের মধ্যে মুগদা ও মান্ডা এলাকার ১২৯টি পরিবার, খিলগাঁও, বাসাবো, শাজাহানপুর এলাকার ৪৬টি পরিবার, মগবাজার এলাকার ৬২টি পরিবার, কমলাপুর ও গোপীবাগ এলাকার ১৪টি পরিবার, যাত্রাবাড়ী, শনিআখড়া, ধলপুর এলাকার ১২টি পরিবার, মিরপুরের ৪টি পরিবার, ওয়ারী, চকবাজার, কামরাঙীরচর এলাকার ৪টি পরিবার এবং বাড্ডা, উত্তরা, নিকেতন এলাকার ৬টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, আশুলিয়া ও কুমিলায় ১০টি পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আল, ডাল, তেল ও ১টি মিষ্টি কুমড়া এবং শিশুদের জন্য সুজি ও চিনি দেওয়া হয়েছে।

সেবা সমন্বয়ের প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলাম জানিয়েছেন, রমজান মাসকে সামনে রেখে ১ হাজার পরিবারের মাঝে ৭ দিনের খাবার বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ি পরিবারগুলোর মাঝে চাল, ডাল, খেজুর, ছোলা, মুড়ি, চিড়া, তেল ও ডিম দেওয়া হবে।

Pin It