লোকজ জীবনের কথা আর মৃত্তিকালগ্ন সুরে যে গান বাজে বাঙালির অন্তরে-অন্তরে, যে গানে চিত্রিত হয় আবহমানকালের গ্রাম বাংলা; সে গানেই শুরু হল আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের দ্বিতীয় দিন।
বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বাউল প্রতিভা অন্বেষণের যে কার্যক্রম, সেই ‘ম্যাজিক বাউলিয়ানা’র ২০১৬ আসরের দুই শিল্পী শফিকুল ইসলাম ও কামরুজ্জামান রাব্বি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শুক্রবারের আসর।
ময়মনসিংহের সন্তান শফিকুল ইসলাম শুরু করেন ‘বাউল সম্রাট’ শাহ আবদুল করিমের ‘মন মজালে ওরে বাউলা গান’টি দিয়ে।
ছুটির সন্ধ্যায় তখনও ভরে উঠেনি আর্মি স্টেডিয়ামের দর্শক গ্যালারি। ঢাক-ঢোল, হারমোনিয়াম আর দোতারার সঙ্গতে এরপর শফিক শোনান শচীন দেব বর্মণের ‘বন্ধু তুমি কই গেলা, কই রইলা রে’।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুক্রবার ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে’র দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করছেন মালির লোকশিল্পী হাবিব কইটে ও বামাদা। ছবি: আসিফ মাহমুদ অভি
কুদ্দুস বয়াতির ‘কী সুন্দর এক গানের পাখি’ দিয়ে পরিবেশনা শেষ করেন শফিকুল।২০১৬ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র আসরে নজর কাড়েন কামরুজ্জামান রাব্বি। তিনি শুরু করেন শচীন দেব বর্মণের ‘তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানটি দিয়ে। ততক্ষণে দর্শক গ্যালারিতে শ্রোতা সমাগম বাড়ছে।
রাব্বি শোনালেন ফকিরি গান ‘ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসূল বিরাজ করে’, রামকানাই দাশের ‘তোমার সনে কিসের পিরিতি’।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুক্রবার ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে’র দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করছেন বাংলাদেশের লোকশিল্পী কাজল দেওয়ান। ছবি: আসিফ মাহমুদ অভি
বাউল রাব্বির গানে ততক্ষণে মজেছে দর্শক। তারা কখনও সমস্বরে গাইলেন, কখনও দল বেঁধে নাচলেন গানের তালে।এরপর রাব্বি শোনান হালের জনপ্রিয় ফোক গান, মাহবুব শাহের লেখা ‘আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো’।
শাহ আবদুল করিমের ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’ গানটি রাব্বি শুরু করতেই দর্শকরা তাতে গলা মেলান।
ফোক ফেস্টের দ্বিতীয় দিনের আসরে তৃতীয় শিল্পী বাউল কাজল দেওয়ান। কাজল দেওয়ান যখন মঞ্চে উঠেন, তখন আর্মি স্টেডিয়ামের মাঠ ও গ্যালারি কোথাও নেই তিলধারণেই ঠাঁই।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুক্রবার ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে’র দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করছেন শফিকুল ইসলাম। ছবি: আসিফ মাহমুদ অভি
গুরু ও কবি মাতাল আব্দুল রাজ্জাকের ‘দিন ফুরাইলে ভেঙ্গে যাবে এই রঙের মেলা’ গানটি দিয়ে শুরু করেন তিনি। এরপর তিনি শোনান জনপ্রিয় ফোক গান ‘পিরিতির বাজার ভালো না’ ও ‘যত দুঃখ দিলি বন্ধু রে’।কাজল দেওয়ান শোনান দেহতত্ত্বের গান ‘তুই জীবন ছাড়িয়া গেলে’। বাঁশি আর ঢোলের সঙ্গতে কাজল দেওয়ানের সঙ্গে দর্শকরা গাইলেন পবন দাস বাউলের ‘না, না. না না.. আজ আমার মন ভালো না।’
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুক্রবার ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে’র দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করছেন বাংলাদেশের লোকশিল্পী কাজল দেওয়ান। ছবি: আসিফ মাহমুদ অভি
ফোক ফেস্টের দ্বিতীয় দিনের আসর মাতাবেন বাংলাদেশের প্রবীণ বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন। মঞ্চে আসবেন পাকিস্তানের সুফি গায়িকা হিনা নাসরুল্লাহ। উর্দুর পাশাপাশি সিন্ধি এবং সারাইকি ভাষায়ও তিনি গান শোনাবেন।মালিয়ান লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি হাবিব কইটেও গাইবেন এই মঞ্চে। নব্বইয়ের দশকের শুরুতে প্রথম অ্যালবাম ‘মুসো কো’র পর মালিয়ান সঙ্গীতে যিনি বিশ্ব মাতিয়ে চলেছেন এই শিল্পী। তার ব্যান্ড বামাদাকে নিয়ে ১৯৯৪ সাল থেকে তিনি পারফর্ম করেছেন বিশ্বের সব বড় মঞ্চে।