ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন ‘মশার ঘুমের ওষুধ’ এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে। সেটা হচ্ছে– মশার ঘুমের ওষুধ। মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে– সেই ওষুধ আনা হয়নি। এখানেও লুটপাট হয়েছে। ডেঙ্গুর মহামারিতে সেটা প্রমাণিত।’
তিনি বলেন, ‘ডেঙ্গু-বন্যার মতো দুর্যোগ-দুর্বিপাক, মহামারিতে সরকার একেবারে উদাসীন। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বরং মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে।’
ডেঙ্গু নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে– সরকার প্রধানের এরকম বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা ব্যর্থ হয় তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। যারা জনকল্যাণের মধ্যে থাকে না তাদেরকে অসত্যের ওপর, মিথ্যার ওপর, বিভ্রান্তির ওপর নির্ভর করতে হয়। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। এই কারণে সংবাদমাধ্যমকে দোষরোপ করছে।’
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটা সমন্বিত প্রচেষ্টার দরকার। কিন্তু সরকার নিজেরা কিছু না করলেও অন্যরা যখন বন্যা উপদ্রুত এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যেতে চায় তখন তাতেও বাধা দেওয়া হয়। তারা মনে করে– অন্যরা ত্রাণ দিলে তাদের এটাতে ক্ষতি হবে। বিরোধী দল আসলে তাদের গ্রহণযোগ্যতা থাকবে না। এই ভয় থেকেই তারা বাধা দেওয়ার কাজ করে।’
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বেইলি রোড়ে ফুটপাতের দুই পাশের বিপণী বিতান ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর দলের লিফলেট বিতরণ করা হয়।