মহাসড়কে যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজট নেই, গাড়ি ধীরগতিতে চলছে। ফেরিঘাটের কারণে এ সমস্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলছে। কারণ, এমন সব গাড়ি সড়কে নেমেছে যেগুলো সাধারণ সময়ে চলে না। এগুলো বিকল হয়ে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত করছে।
তিনি দাবি করেন, মহাসড়কের কোথাও ভাঙাচোরা নেই। যেখানে খানাখন্দ ছিল, তা মেরামত করা হয়েছে।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।