বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগে এবার মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার দফতরে হানা দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা। শুক্রবার বেঙ্গালুরু এবং দিল্লিতে তাদের দফতরে তল্লাশি চালানো হয়।
তবে সিবিআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে সংগঠনটি । তাদের দাবি, বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হওয়াতেই ইচ্ছাকৃতভাবে তাদের নিশানা করা হচ্ছে।
অ্যামনেস্টি ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হওয়ায় গত এক বছরের বেশি সময় ধরেই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছি আমরা। তবে অ্যামনেস্টি ইন্ডিয়া ভারত এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। ভারত এবং বিশ্বের সর্বত্র মানবাধিকার লঙ্গনের বিরুদ্ধে লড়াই করাই আমাদের কাজ। ভারতীয় সংবিধান এবং এদেশের সংস্কৃতিও বহুত্ববাদ, সহিষ্ণুতা এবং ভিন্নমত পোষণের অধিকারের কথা বলে।’
তবে এই প্রথম নয়, বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগে গত কয়েক বছরে একাধিকবার ভারতের তদন্তকারী সংস্থাদের নজরে পড়েছে অ্যামনেস্টি ইন্ডিয়া।