মানবিক ঢাকা গড়ব: আতিকুল ইসলাম

23-samakal-সমকাল-5e2c747246a66

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, তিনি নির্বাচিত হলে উত্তর সিটিকে আধুনিক, গতিময়, সচল, সুস্থ ও মানবিক হিসেবে গড়ে তুলবেন। নাগরিকদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হবে, তেমনি খেলাধুলার জন্য থাকবে পর্যাপ্ত মাঠ ও পার্ক।

শনিবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব পার্কে গণসংযোগের সূচনা করে তিনি এসব কথা বলেন।

এ দিন রাজধানীর গুলশানের নর্দ্দা বাজার এলাকায় সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার চালান আতিকুল ইসলাম। এই মেয়র প্রার্থীর সাইকেল চালানোতে এলাকাবাসী ও ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে গুলশান ইয়ুথ ক্লাব পার্ক থেকে গণসংযোগ শুরু করে দিনভর কালাচাঁদপুর মোড়, শাহজাদপুর বাঁশতলা, গুলশান-২ নম্বর কাঁচাবাজার, বনানী মার্কেট এবং বনানীর রাজউক মাঠ এলাকায় প্রচার ও প্রচারপত্র বিলি ছাড়াও কয়েকটি পথসভায় বক্তব্য দেন আতিকুল। সন্ধ্যায় বাড্ডা বৌদ্ধমন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসব কর্মসূচিতে আতিকুলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ১৯ নম্বর ওয়ার্ডের দলসমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান প্রমুখ।

আতিকুল জানান, রোববার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তিনি। যেখানে অনেক চমক থাকবে।

Pin It