মার্কিন শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করল চীন

Screenshot 2025-04-05 003241

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) মামলা করেছে চীন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি।

খবর বিবিসির।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মার্কিন শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি এই শুল্ক সংস্থার সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলাকে দুর্বল করে।

তিনি আরও বলেন, এটি একপাক্ষিক প্রভাবশালী আচরণ, যা বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির স্থিতিশীলতাকে বিপদে ফেলছে। চীন এর তীব্র বিরোধিতা করছে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের আরোপ করা ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির এমন পদক্ষেপ বাণিজ্য সংকটকে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে।

বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চলতি বছরের শুরুতে তিনি ২০ শুল্ক আরোপ করেছিলেন। ফলে মোট শুল্কের মোট হার হবে ৫৪ শতাংশ।

Pin It