ব্রাজিলের পিএসজি তারকা নেইমার দি সিলভা জুনিয়র আবার বার্সেলোনায় আসতে চান। আগামী মৌসুমের শুরুতে বার্সাও তাকে দলে ভেড়াতে আগ্রহী। চলতি মৌসুমে বেঁকে বসা পিএসজিও চায় নেইমারকে ছেড়ে দিতে। এমনকি তারা নেইমারের বদলে গ্রিজম্যানকে চান বলেও সংবাদ মাধ্যমের খবর।
ব্রাজিলের এবং বার্সেলোনার সাবেক তারকা রিভালদো মনে করেন, নেইমার আবার বার্সায় আসতে এবং মেসির পাশে থেকে বার্সাকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত। বার্সার হয়ে ২৫৬ ম্যাচ খেলা রিভালদোর মতে, বার্সাও উচিত আবার তাদের পুরনো তারকা নেইমারকে ফিরিয়ে আনা এবং সেটা আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজকে দলে আনার চিন্তা বাদ দিয়ে।
বেটফেয়ারে লেখা এক কলামে রিভালদো বলেন, ‘নেইমারকে আবার বার্সায় আসার গুঞ্জন বাজারে বাড়ছে। তারা আগামী দলবদলের বাজারে নেইমার এবং লউতারো মার্টিনেজকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তবে চুক্তির ব্যাপারে মার্টিনেজের চেয়ে নেইমারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বার্সার। আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকারও ভালো ফুটবলার। কিন্তু শুরুর একাদশে মেসির পাশে খেলার নিশ্চয়তা কেবল নেইমারেরই আছে।’
রিভালদো বলেন, ‘গেল ক’বছর ধরে দেখছি, বিশ্বের অনেক দামী ফুটবলার মেসির সঙ্গে খেলে পারফরম্যান্স দেখাতে পারেনি। তারা বার্সার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে লুইস সুয়ারেজের মতো নেইমার স্বল্প তারকাদের একজন, যে মেসির পাশে খেলতে কখনো চাপ অনুভব করেনি। সবসময়ই নিজস্ব সত্ত্বা নিয়ে খেলেছে।’
নেইমারকে বার্সায় আসার পক্ষে মত দিয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী রিভালদো বলেন, ‘ঠিক এই কারণে নেইমারকে দলে নেওয়া উচিত। বার্সায় জন্য এটাই হবে নিরাপদ। মার্টিনেজ এখনও তরুণ। আরও দুই-তিন মৌসুম পরে সে হয়তো বার্সার জন্য ভালো চুক্তি হবে। আমি নেইমারের দক্ষতা এবং ব্যক্তিতের ভক্ত। সে বার্সা ছাড়ায় কিছু ভক্তর মতো আমিও নাখোশ। কিন্তু সত্য হলো নেইমার আলাদা ধাঁচের ফুটবলার। যে কি-না মেসিদের মাঠে সহায়তা করতে পারে।’