করোনায় মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি শুক্রবার দেশে ফিরেছেন। সন্ধা ৬টায় একটি বেসরকারি ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন, ইউএস বাংলার মহাব্যাবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
জানা গেছে, বাংলাদেশি নাগরিকদের ফেরাতে বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে মালদ্বীপ যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ। পরে সেখান থেকে ১৫৭ বাংলাদেশি যাত্রীকে নিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে ইউএস বাংলার এ উড়োজাহাজ।
সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা। কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মালে ও ফ্রান্সের প্যারিসে ফ্লাইট পরিচালনা করেছে দেশের বেসরকারি ইউএস বাংলা বিমান সংস্থা।