মদ কাণ্ডে নিষিদ্ধ হলেন পাঁচ ফুটবলার। ঘটনার তদন্ত শেষে শাস্তি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার শাস্তি ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস।
ফুটবলারদের শাস্তি প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, অনেক কিছু বিবেচনায় নিয়েই এ শাস্তি দেওয়া হয়েছে। একেকজনের অপরাধ একের রকম। সিনিয়রদের অপরাধ বেশি। কেউ কেউ ঘটনার শিকার। আমরা এই শাস্তি দিয়েছি, যাতে ভবিষ্যতে এমন কিছু আর কেউ করার সাহস না পায়।
পাঁচ ফুটবলারের মধ্যে সবচেয়ে কম শাস্তি পেয়েছেন শেখ মোরছালিন। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিমন হোসেনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা। তপু বর্মণ এক লাখ টাকা জরিমানাসহ নিষিদ্ধ করা হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গোলকিপার আনিসুর রহমানকে নিষিদ্ধ করা হয়েছে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। আগামী পুরো মৌসুম নিষিদ্ধ করা হয়েছে তৌহিদুল আলম সবুজকে।
একই সঙ্গে কিংসের সঙ্গে বিদেশ সফরে যাওয়া কর্মকর্তাদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বসুন্ধরা কিংস সূত্রে জানা যায়, মালদ্বীপ থেকে এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার সময় গত ২০ মার্চ ৬৪ বোতল মদ আসার সঙ্গে ৫ ফুটবলারের সঙ্গে জড়িত ক্লাবটির দুজন বলবয়ও। ৭ জন মিলিয়েই ৬৪ বোতল মদ আনেন, যার মধ্যে দুই বলবয় আনেন ২৩ বোতল। ৫ ফুটবলার আনেন ৪১ বোতল।