নিজের ক্যারিয়ারে মাশরাফির অবদানের কথা অনেকবারই বলেছেন তামিম ইকবাল। টাইগার ওপেনার যখন খারাপ সময় কাটাচ্ছিলেন তখন তাকে সাহস যুগিয়েছেন মাশরাফি। আজ মাশরাফির দু:সময়ে সমালোচকদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তামিম। সমালোচকদের একহাত নিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান। জানালেন, মাশরাফি সম্পর্কে কিছু বলার আগে তিনি দেশের জন্য কি করেছেন সেটা যেন কেউ একবারের জন্য হলেও ভাবেন। আর আজ যারা মাশরাফিকে নিয়ে সমালোচনায় তাদের ক্যারিয়ারের পরিসংখ্যানটার দিকেও তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি।
গত এক যুগে বাংলাদেশের ক্রিকেটকে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন মাশরাফি বিন মতুর্জা। তবে এবারের বিশ্বকাপে বল হাতে খুব একটা ভালো করতে পারছেন না ‘দ্য ক্যাপ্টেন’। তিন ম্যাচেই বেশ রান খরচ করেছেন তিনি। এমনকি মাশরাফির ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ম্যাশকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আমি শুধু তাদেরকে একটা অনুরোধ করবো আমার কথা বাদ দিন মাশরাফি ভাইকে নিয়ে প্রশ্ন তোলার আগে দু মিনিট ভাবুন। দেখুন একটি লোক গত ষোলো বছর ধরে বাংলাদেশ দলকে কি দিয়েছে। কোথায় নিয়ে গেছেন তিনি এই দলটিকে। আমি শুনেছি কিছু বিদেশী এটা নিয়ে কথা বলছেন। আমি শুধু তাদেরকে বলতে চাই, আপনারা নিজেদের জীবনে কি করেছেন। কতটুকু দিয়েছেন?’
মাশরাফির খারাপ ফর্ম প্রসঙ্গে তামিম বলেন, ‘একটি দলের সবাই একরকম ফর্মে খেলতে পারে না। এবারের বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকেও দেখবেন এগারো জন একই ফর্মে খেলেনি। এটি হতেই পারে। কোন দিন কেউ ভালো খেলবে,কারো খারাপ যাবে। বিশ্বকাপ লম্বা সময়ের টুর্নামেন্ট। এসময় সবার সমর্থন দরকার। তবে আমি ব্যাক্তিগত ভাবে বলতে পারি এসব সমালোচনা আমাকে খুব বেশি নাড়া দেয় না।’