মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় ইসরাফিলের মরদেহ হেলিকপ্টারে করে রাণীনগরে পৌঁছে।
সেখান থেকে তার গ্রামের বাড়ি ঝিনাতে নেওয়া হয়। সেখানে সব শ্রেণীর মানুষ প্রিয় এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর দুই দফা নামাজে জানাজা শেষ পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এসময় ইসরাফিলের ছেলে ইসতিয়াক আলম বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত দুদিন থেকে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। লাইফসাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২৩ জুন ইসরাফিল আলমের মা এসেদা রহমানের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর এক মাসের মাথায় তিনিও চলে যান না ফেরার দেশে। এদিকে প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে দুই উপজেলার নেতাকর্মী থেকে শুরু করে হাজারো সাধারণ মানুষ।