মিঠুনের বিপরীতে আফসানা মিমি

mithun-chakrabarti-afsana-mimi-231124-01-1732387296

প্রয়াত সাহিত্যিক চলচ্চিত্রকার হ‌ুমায়ূন আহমেদের গল্প নিয়েও আগামীতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন মানসমুকুল।

ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তীরর সঙ্গে একটি সিনেমায় ঢাকার অভিনেত্রী-পরিচালক আফসানা মিমির কাজের খবর এসেছে।

এই খবর জানিয়ে আনন্দবাজার লিখেছে, মিঠুন ও মিমিকে নিয়ে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক মানসমুকুল পাল, চিত্রনাট্যও তারই লেখা।

আনন্দবাজারকে মানসমুকুল পাল বলেছেন, কাজের জন্য মিমির সঙ্গে কথা বলতে তিনি শিগগিরই ঢাকায় আসছেন।

সিনেমাটি যৌথ প্রযোজনার কী না জানতে চাইলে তিনি বলেছেন একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে তার কথা হয়েছে।

তবে কাজটিতে বাংলাদেশ-ভারত যৌথভাবে অর্থলগ্নী করবে কী না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সিনেমার গল্প নিয়ে পরিচালকের ভাষ্য, টানটান নাটকীয়তা রাখা হয়েছে চিত্রনাট্যে।

এই ‘সিদ্ধান্তহীনতার’ জন্য সরকার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন মানসমুকুল।

তিনি বলেন, ”দুই বাংলার যোগাযোগ ব্যবস্থা যে এখনও স্বাভাবিক হয়নি। তাই সব গুছিয়ে সেটে যেতে একটু সময় লাগবে। আশা করছি তত দিনে সব সমস্যা মিটে যাবে।“

এই সিনেমায় মিঠুন ও আফসানা মিমি ছাড়া তেমন কোনো পরিচিত মুখ রাখতে চাইছেন না মানসমুকুল।

“সহজ পাঠের গপ্পো’ বানিয়ে আলোচনায় আসা এই নির্মাতা বেশ কিছুদিন বিরতি দিয়ে নতুন কাজে হাতে দিতে চলেছেন।

মানসমুকুল বলেন, “মনের মত গল্প না পেলে সিনেমা বানানোর তাগিদ জাগে না। তাই দ্বিতীয় সিনেমা বানাতে এতটা সময় নিয়ে নিলাম।”

প্রয়াত সাহিত্যিক চলচ্চিত্রকার হ‌ুমায়ূন আহমেদের গল্প নিয়েও আগামীতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন মানসমুকুল।

“এ জন্য বাংলাদেশের কিছু জায়গা ঘুরে দেখা দরকার। ওপার বাংলায় যাওয়ার এটাও একটা কারণ।

মিঠুনের বিপরীতে এর আগে বাংলাদেশের নায়িকা রোজ়িনা অভিনয় করেছিলেন। শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ নামের ওই সিনেমাটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল।

Pin It