‘মিরাকল’–এর আশায় তাইজুল

1c833a47ccd1a3d24a0b10939bdcebee-5d7113825afcc
তাইজুল বলছেন উইকেটের সহায়তা নিয়ে কাল দ্রুত গুঁড়িয়ে দেবেন আফগান ব্যাটসম্যানদের। এও আশা করছেন, এই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা পারবেন আফগান স্পিনারদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ উতরে যেতে।

দিনের শুরুতে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। যেভাবে শুরু হয়েছিল, দিনটা বাংলাদেশ সেভাবে শেষ করতে পারেনি। তবে তাইজুল দাবি করছেন, তাঁরা ঠিক জায়গায় আছেন। আফগানদের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করা রহমত শাহ আবার তাইজুলের ঠিক উল্টোটা জানিয়ে গেলেন, তাঁরা ভালো অবস্থানে আছেন।

প্রথম দিন শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে ২৭১ রান। এই স্কোর দেখে কি বলার সুযোগ আছে বাংলাদেশ ভালো অবস্থানে? উইকেটে যতটা টার্ন-বাউন্স কিংবা ওঠা-নামা আশা করেছিলেন বাংলাদেশের স্পিনাররা, প্রথম দিনে তেমন কিছুই দেখা যায়নি। চট্টগ্রামের উইকেটে গড়ে ৫.১ ডিগ্রি টার্ন করতে দেখা গেছে। আজ সেখানে টার্ন ছিল ৩.৩ ডিগ্রি। স্পিনের জুজু প্রথম দিনে অন্তত নেই। এই উইকেটে টিকে থাকলে রান আসবে সহজেই—এ সূত্র মেনেই এগিয়েছেন আফগানিস্তান ব্যাটসম্যানরা। তাতে কাজও হয়েছে।

তাইজুল অবশ্য আফগানদের এই উইকেটে ৩০০ রানের নিচে বেঁধে রাখাটাই সাফল্য মনে করছেন। প্রথম দিনে ৫ উইকেটের বেশি নিতে না পারলেও তাইজুলের আশা, কাল সকালেই খুব দ্রুত অলআউট করে দেবেন আফগানিস্তানকে, ‘আমরা যদি ১০ রানে ৫ উইকেট ফেলে দিতে পারি আলহামদুলিল্লাহ।’

১০ রানে ৫ উইকেট ফেলে দিতে হলে তো উইকেট ব্যাটসম্যানদের জন্য অবশ্যই মৃত্যুকূপে পরিণত হতে হবে। প্রথম দিনে উইকেটের যে চরিত্র, প্রত্যাশা অনুযায়ী কাল সকালে টার্ন, বাউন্স পাবে বাংলাদেশ? তাইজুল আশাবাদী, কিছু ঘটলেও ঘটতে পারে, ‘ক্রিকেটে মিরাকল যে হয় না, তা না। এটা অস্বাভাবিকও নয়। নাঈম আজ ৩ বলে (৪ বলে) ২ উইকেট পায়নি? ওদের ভালো ভালো ব্যাটসম্যান আউট হয়ে গেছে। নাঈম যে দ্বিতীয় উইকেট পেয়েছে, সেটায় বল হঠাৎ নিচু হয়ে গেছে। এমন তো কালও হতে পারে।’

তাইজুল প্রত্যাশা করছেন কাল থেকে উইকেটে ঘূর্ণি থাকবে, ভাঙতে শুরু করবে, বল ওঠা-নামা করবে। আর তাতে ‘মিরাকল’ও ঘটে যাবে। কিন্তু আফগানদের হাতেও দুর্দান্ত স্পিনার আছেন, যাঁরা এমন উইকেটে কাঁদিয়ে ছেড়ে দিতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। এবার তাইজুল ঠিক উল্টো আশা করছেন, যতই উইকেট স্পিন-সহায়ক হোক, তাঁদের ব্যাটসম্যানরা ঠিকই উতরে যাবেন এ চ্যালেঞ্জ, ‘আজ উইকেটের যে আচরণ দেখলাম, ওদের স্পিনার খেলা কঠিন হবে না! যদি টি-টোয়েন্টি হতো, তাহলে হয়তো ওদের ভালো নাম্বার দিতাম। খেলা টেস্ট, ওদের বোলারদের ধৈর্য কেমন থাকবে এটাও দেখার বিষয়। ওদের স্পিনাররা আগেও টেস্ট খেলেছে। যে দুটি খেলেছে, বিশেষ করে ভারতের বিপক্ষে আহামরি কিছু মনে হয়নি। আমি আমার দলকে এখনো এগিয়ে রাখব।’

Pin It