মিরাজের ঝড় কাটিয়ে খেলায় ফিরল উইন্ডিজ

image-391079-1612610178

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্স। দিনের শেষমুহূর্ত পর্যন্ত ব্যাটিং করে যান তারা। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেরে উইন্ডিজ।

চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন।

জয়ের জন্য রোববার শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান। অন্যথায় পরাজয় এড়াতে হলে শেষ দিনের পুরো তিন সেশন ধৈর্য ধরে ব্যাটিং করে যেতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, মুশফিক ৩৮, লিটন ৩৮; জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩)। এবং ২য় ইনিংস: ২২৩/৮ (মুমিনুল হক ১১৫, লিটন ৬৯; রাহকিম কর্নওয়াল ৩/৮১, জোমাল ওয়ারিক্যান ৩/৫৭)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০ (ব্রাফেট ৭৬, কাইল মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, দ্য সিলভা ৪২; মিরাজ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১০/৩ (কাইল মেয়ার্স ৩৭*, জন ক্যাম্পবেল ২৩, ক্রেগ ব্রাথওয়েট ২০; মিরাজ ৩/৫২)।

চতুর্থ দিনের খেলা শেষে ২৮৫ রানে পিছিয়ে উইন্ডিজ।

Pin It