‘বেস্ট ইন ইভনিং গাউন’ পুরস্কারটি দেওয়া হয় মূলত গাউনের ফ্যাব্রিকের অভিনবত্ব, নকশার সৌন্দর্য, ফিটিংস আর প্রতিযোগী কত স্বাচ্ছন্দ্যে তা ‘পরছেন ও বহন করছেন’ সেই বিবেচনায়।
সানায়া গণমাধ্যমকে জানান, প্রায় এক মাস ধরে তৈরি করা হয় জেসিয়ার এই ইভনিং গাউন। জেসিয়া মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর থেকেই এই গাউন নিয়ে কাজ করেন তারা। জেসিয়া ও সানায়ার এ সম্মিলিত অর্জন আন্তর্জাতিক বিউটি প্রতিযোগিতায় বাংলাদেশের একটি অনন্য স্বীকৃতি।
এদিকে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মঞ্চে এবার সেরা মুকুট জিতেছেন কলম্বিয়ার কাতালিনা দুক। প্রথম রানারআপ হন জিম্বাবুয়ের ইয়োলন্দা চিমবারামি। দ্বিতীয় রানারআপ হয়েছেন বলিভিয়ার পাওলা গুজমান ও তৃতীয় রানারআপ ইন্দোনেশিয়ার ম্যালিজা।





