মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিনটা প্রায় পুরোপুরিই নিজের করে নিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়ার পর দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ (৯০ ওভার)। ক্রিজে থেকে দিনের আলো নিভিয়ে ফিরেছেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ৯৯ (১৮৭)* এবং লিটন দাস ৪৭ (৮৬)*।
দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও মধ্য ও শেষ সেশন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন মুশফিক-লিটন জুটি। বিশেষ করে মুশফিক ছিলেন অসাধারণ ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ। ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরির খুব কাছেই থেকে দিন শেষ করেন তিনি। অন্যদিকে লিটন দায়িত্বশীল ব্যাটিং করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। দ্বিতীয় দিনের সকাল অপেক্ষায় থাকবে মুশফিকের শততম ম্যাচের সেঞ্চুরি ও লিটনের ২০তম ফিফটির।
মিরপুর টেস্ট মুশফিকের জন্য ঐতিহাসিক টেস্ট বটে। এই টেস্টের মাধ্যমে নিজের তো বটেই, দেশের হয়েও সর্বোচ্চ ১০০ টেস্ট খেলার অনন্য রেকর্ডের মালিক এখন মিস্টার ডিপেন্ডেবল। তার এই অর্জনকে সম্মানিত করতে বিসিবি নানা আয়োজন রেখেছে। সেই আয়োজনকে আরও বর্নিল করে তুলেছে মুশফিকের ব্যাট। শতক থেকে মাত্র ১ রান দূরে তিনি৷ ১ রান তুলতে পারলেই শততম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার তালিকায় তিনি নাম লেখাবেন। যে তালিকায় জ্বলজ্বল করছে জাভেদ মিয়াদাঁদ, ইনজামামুল হক, রিকি পন্টিং, জো রুট, ডেভিড ওয়ার্নারদের মতো ২২ গজ কাঁপানো নাম।
আয়ারল্যান্ডের বোলাররা শেষ সেশনে মাত্র ১ উইকেট তুলতে পেরেছে। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সব উইকেটই নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। হামফ্রিজ ২৬ ওভারে ৮৩ এবং হোয়ে ১৯ ওভারে ৪৮ দিয়ে উইকেটশূন্য।
দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ দ্রুত লিড বড় করার লক্ষ্য নিয়েই নামবে। তবে সবার চোখ থাকবে মুশফিকের অপেক্ষমাণ সেঞ্চুরির দিকে।





