কলকাতার প্রথম সারির নায়িকা নুসরাত জাহান। এছাড়া তিনি সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুসলিম হওয়ার কারণে তিনি প্রায়শই বিতর্কের মুখে পড়েন নুসরাত। কখনো মন্দিরে গিয়ে পূজা করার কারণে আবার কখনো হিন্দুদের ধর্মীয় সাজ গ্রহণ করে।
বৃহস্পতিবার মহালয়ার দিন স্বামী নিখিল জৈনের বস্ত্র বিপণী সংস্থার বিজ্ঞাপনে মা দুর্গার বেশে ধরা দিয়েছেন নুসরাত জাহান। আর তাতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ অভিনেত্রীকে।
নীল চওড়া পাড়ের লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথায় টায়রা-টিকলি পরে, ত্রিশূল হাতে মা দূর্গার সাজে দেখা গেছে নুসরাতকে। দুর্গার সাজে মহালয়ার দিন ধরা দেয়ার কারণে সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের উদ্দেশ্যে কিছু লোকজন অশালীন মন্তব্য করেছেন।
নুসরাত জাহান বরাবরই এই সমস্ত সমালোচনাকে তোয়াক্কা করেননি। তিনি ঈদে রোজা রেখেছেন, আবার জন্মাষ্টমীতে সাজগোজ করে ধরা দিয়েছেন। এমনকি নিখিল জৈনের সঙ্গে বিয়ের ঠিক পরপর চওড়া সিঁদুর, হাতে চূড়া পরে নববধূর বেশে সংসদে ভাষণ দিতেও দেখা গিয়েছে তাকে। হাজির হয়েছেন রথযাত্রা অনুষ্ঠানেও। আর মহালয়াতেও তার অন্যথা হল না।