মেট্রোরেলে কোচ (বগি) নকশা চূড়ান্ত করেছে নির্মাতা জাপানের প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিসি কনসোর্টিয়াম। বগির মক-আপ বা রেপ্লিকা তৈরি করেছে প্রতিষ্ঠান। মেট্রোরেলের বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান ‘ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) বৃহস্পতিবার তাদের ফেসবুক পেইজে ছবি প্রকাশ করে।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-৬) নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলো মেট্রোরেল চলার পথ নির্মাণ করছে। জাপানে চলছে বগি, ইঞ্জিন নির্মাণের কাজ। ২০২০ সালের ডিসেম্বরে বগি ইঞ্জিন দেশে আসার কথা রয়েছে।
মেট্রোরেল প্রকল্প সূত্রে জানা গেছে, আসল বগি-ইঞ্জিন তৈরি আগে রেপ্লিকা তৈরি করা হচ্ছে। ডিএমটিসিএল’র নোটিশে জানানো হয়েছে, বগি-ইঞ্জন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি জাপানে বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি দল রেপ্লিকা পরিদর্শন করবেন।