কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের হয়ে এক মাত্র গোলটি করেছেন মেসি।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনার। পারভিস এস্তুপিনানের কড়া ট্যাকলে ইকুয়েডরের বক্সের মধ্যে পড়ে যান ওকাম্পোস। পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি শট থেকে গোল করেন মেসি। প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
আরো পড়ুন : নোবেল শান্তি পুরস্কার পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল আর্জেন্টিনার। মেসির বাড়ানো বলে হেড করেছিলেন ওকাম্পোস। কিন্তু অতিথি গোলকিপার ডোমিঙ্গেজ আঙুলের ছোঁয়ায় বল মাঠের বাইরে পাঠালে কর্নার হয়।
আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম লা পাজের এস্তেদিও এর্নান্দো সিলসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের এই অভিযাত্রা শুরুর কথা ছিল মার্চে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত হয়।