মেহেদির স্পিনে সিলেটকে উড়িয়ে দিল কুমিল্লা

cumilla-01

মেডেন ওভারে শুরু। পরের ওভারেই নেই তিন উইকেট। মেহেদি হাসানের দুর্দান্ত সেই ওভার থেকে উইকেট পতনের যে স্রোত শুরু হলো, বাঁধ দেওয়ার যেন কেউ নেই! রেকর্ড সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া থেকে সিলেট সিক্সার্সকে বাঁচালেন অলক কাপালি। কিন্তু হার এড়ানো গেল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতল সহজেই।

Pin It