মেহেদি হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জয় ঢাকার

dha-com-231219-02

কিপটে বোলিংয়ে দুই উইকেট। ছক্কার মালায় সাজানো ফিফটি। কুয়াশায় মোড়ানো দিনে ব্যাটে-বলে আলো ছড়ালেন মেহেদি হাসান। শেষ ওভারে ছক্কায় ম্যাচের ফয়সালা করে দিলেন শহিদ আফ্রিদি। কুমিল্লার ভানুকা রাজাপাকসার দুর্দান্ত ইনিংস ছাপিয়ে দারুণ জয় পেল ঢাকা প্লাটুন।

টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাট করতে নেমে খেলার দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৩৩ রানে মেহেদির শিকার হয়ে সাব্বির রহমান ফিলে গেলে চাপে পড়ে কুমিল্লা। স্পিনার মেহেদি হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে প্রথম ১০ ওভারে মাত্র ৫৭ রান তোলে ওয়ারিয়র্সরা। মাহিন্দা রাজাপাকশে ও ইয়াসির আলীর অপরাজিত জুটিতে ১৬০ রান করতে সমর্থ হয় কুমিল্লা। রাজপাকশে ৬৫ বলে করেন ৯৬ রান এবং ইয়াসির আলী করেন ২৭ বলে ৩০ রান। বোলিংয়ে ঢাকার হয়ে মেহেদি হাসান ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট নেন।

১৬১ রানে জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতে এনামুল হকের উইকেট হারায় ঢাকা প্লাটুন। তবে তামিম ও মেহেদির ৮৩ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ঢাকা। তামিম শুরু থেকেই মন্থর থাকলেও তরুণ মেহেদি ছিলেন দুর্দান্ত। ৫৯ রান করে মেহেদি আউট হওয়ার পর শূন্য রানে আসিফ আলী ও জাকের আলী ফিরে গেলে আবার চাপে পড়ে ঢাকা।

শেষের দিকে মুমিনুল হক ও শহীদ আফ্রিদির জুটি জয়ের পথ দেখায় ঢাকাকে। মুমিনুল ২৮ (২৬) এবং আফ্রিদি ২৬ (১৬) রানে অপরাজিত থাকেন। কুমিল্লার হয়ে মুজিব উর রহমান ২ উইকেট নেন।

Pin It