মেয়র আতিক মন্ত্রী, লিটন ও খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদায়

myeor-5ced6b66ad349

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে মন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটির মেয়র তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদমর্যাদা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এদিকে রাজশাহী ব্যুরো জানায়, এই সম্মানপ্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন। এখন জনগণের সেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে পারবেন বলে জানান তিনি।

Pin It