ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার নয়া দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭টায় মোদী দেশটির পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
মোদীর সঙ্গে প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, সদানন্দ গৌড়া। এরপর একে একে শপথ নেন অন্য মন্ত্রীরাও।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে ছিল এলাহি আয়োজন। বিভিন্ন দেশের রাষ্ট্রপধান, শিল্পপতি, বলিউড তারকা, বিশিষ্টরা মিলিয়ে অতিথির সংখ্যা ছিল প্রায় আট হাজার।
অতিথিদের মধ্যে ছিলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তার স্ত্রী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাথ, মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ট, কিরগিস্তানের প্রধানমন্ত্রী শোরেনবেয় জিনবেকভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের কৃষি ও সমবায়মন্ত্রী গ্রিসাদ বুনরাচাসও এই শপথ অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর পর মাইথ্রিপালা সিরিসেনা, লোটে শেরিং ও প্রবীণ কুমার জুগনাথ তার সঙ্গে কুশল বিনিময় করেন।
মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত বিভিন্ন দেশের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে ছবিও তোলেন ভারতের রাষ্ট্র ও সরকার প্রধান।
আবদুল হামিদের স্ত্রী রাশিদা খানমও এসময় উপস্থিত ছিলেন।
আবদুল হামিদ এসময় নরেন্দ্র মোদীকে দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে আমন্ত্রিত অতিথি ও সরকার প্রধানদের নেওয়া হয় রাষ্ট্রপতির ভবনের ভেতরে। সেখানে রাম নাথ কোবিন্দের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নেন আবদুল হামিদ।