যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় নয়: কাদের

kader-5d98bbb826025

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করলে কেউ ছাড় পাবে না।দুর্নীতির চক্র ভেঙে দিতে সারাদেশে শুদ্ধি অভিযান চলছে। কুচক্রী মহল এতে খুশি নয়।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর পূজা কমিটির আয়োজনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি দলে অনুপ্রবেশকারীদের প্রতি দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ রয়েছে। তৃণমূলের কমিটি গঠনে বিতর্কিতদের স্থান না দেওয়ার নির্দেশ আছে। ওবায়দুল কাদের বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। দুই দেশ একসঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করবে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হিন্দুরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড, পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে। অন্য ধর্মের প্রতি সম্মান দেখাতে আজানের সময় নীরবতা পালনে পূজা কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

পূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের কোনো ভয় নেই। তারাও এদেশের প্রথম শ্রেণির নাগরিক। মুসলমানদের চেয়ে তাদের মর্যাদা কম নয়, সমানে সমান। পূজা উদযাপনে অপশক্তি যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টি রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় এমপি হাজী সেলিম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার।

Pin It