জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ অব্যাহত থাকলে আগামী বছর তাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের কালো তালিকায় উঠতে পারে।
নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে তিনি জানান, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের যৌনাঙ্গে সহিংসতা, জোরপূর্বক নগ্ন করে রাখা ও অপমানজনক পোশাক তল্লাশির অভিযোগ রয়েছে।
পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না থাকায় পূর্ণাঙ্গ যাচাই কঠিন হলেও এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ, নিরপেক্ষ তদন্ত ও সেনাদের জন্য স্পষ্ট আচরণবিধি প্রণয়নের আহ্বান জানান তিনি।
২০২৪ সালের জুলাইয়ে সিদে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নয়জন ইসরায়েলি সেনাকে আটক করা হয়। অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাষ্ট্রদূত দানি দানন বলেন, দাবি ভিত্তিহীন এবং জাতিসংঘের উচিত হামাসের অপরাধে মনোযোগ দেওয়া।





