অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। ১৫ সদস্যের দলে মূল দুই স্পিনার রকিবুল হাসান ও হাসান মুরাদ- দুই জনই বাঁহাতি স্পিনার।
দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান আকবর আলী। তার ডেপুটি মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।
লেগ স্পিনার রিশাদের জায়গা হয়নি অপেক্ষমান তালিকাতেও। টানা ভালো খেলে যাওয়ারই পুরস্কার পেয়েছেন রকিবুল ও মুরাদ।
স্বাভাবিকভাবেই বোলিংয়ে আধিক্য বেশি পেসারদের। তানজিম হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলামের সঙ্গে আছেন অভিষেক দাস ও শাহিন আলম।
বিশ্বকাপকে সামনে রেখে টানা খেলার মধ্যেই ছিল বাংলাদেশ। বেশিরভাগ জায়গাই ঠিক ছিল। সেই অর্থে কোনো চমক নেই দলে। ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে আছেন পারভেজ হোসেন ও প্রান্তিক নওরোজ। ছন্দে আছেন হৃদয়, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবররা।
যুব বিশ্বকাপে খেলতে ৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ। এক দিন পর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের।
‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ২১ জানুয়ারি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আকবর-হৃদয়ের প্রতিপক্ষ পাকিস্তান। তিনটি ম্যাচই হবে পচেফস্ট্রুমে।
১৭ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার-ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে দুটি সেমি-ফাইনাল। ৯ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ আসরের ফাইনাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (উইকেটরক্ষক, অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
অপেক্ষমান: অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদউল্লাহ গালিব