যেভাবে চড়তে হবে ঢাকার মেট্রোরেলে

p1_story_dsc03444-edit

সব ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই চালু হবে ঢাকার প্রথম মেট্রো রেল; প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এ ট্রেন যাত্রী বহন করবে। শুরুতে খুলে দেওয়া হবে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশ। সেখানে নয়টি স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উত্তরার উত্তর স্টেশন হবে মেট্রোরেলের প্রারম্ভিক স্টেশন। তিনতলা স্টেশন ভবনের উপরের তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়বেন যাত্রীরা। |

বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য স্টেশনে লিফটের ব্যবস্থাও রয়েছে। |

দৃষ্টিনন্দন স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে যাত্রী ব্যবস্থাপনার কাজ। টিকেট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না। |

ট্রেনে উঠতে দোতলার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। |

প্ল্যাটফর্মে ওঠার প্রবেশপথে নির্ধারিত জায়গায় টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে যাত্রীদের। |

টিকিট পাঞ্চ করার পর যাত্রীরা দোতলা থেকে নির্ধারিত এস্কেলেটর বা সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে প্ল্যাটফর্মে উঠবেন। |

উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্ম তৃতীয় তলায়; যেখানে থামবে ট্রেন। সেখানেই ওঠা-নামা করবেন যাত্রীরা। |

প্ল্যাটফর্মে ট্রেন থামার সাথে সাথে খুলে যাবে স্বয়ংক্রিয় দরজা। যাত্রী উঠা-নামা শেষে আবার নিজেই বন্ধ হয়ে যাবে। |

কেউ যদি অতিরিক্ত পথ ভ্রমণ বা কোনোভাবে টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ করেই ফেলেন; প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় টিকেট দেখাতে না পারলে আর নিচে নামতে পারবেন না। এই কক্ষে বাড়তি ভাড়া আদায় করে তাকে যেতে দেওয়া হবে। |

Pin It