প্রমোদতরী বা বিলাশবহুল জাহাজের কথা উঠলে হয়ত ভাববেন সুইমিং পুল, বাগান, পানশালা, রেস্তোরাঁ, রাজকীয় স্যুট, হেলিপ্যাড এসব থাকবে। কিন্তু যাত্রীদের বিনোদনের জন্য জাহাজে একটা আস্ত বিচ থাকতে পারে এটা হয়ত আপনার চিন্তায় আসবে না।
কিন্তু এমনই এক অভিনব প্রমোদতরী নির্মাণ করেছে নরওয়ের বিখ্যাত ইন্টিরিয়র ডিজাইন সংস্থা ‘হেরেড ডিজাইন’। ১০৮এম নামের প্রমোদতরীটি আসলে একটি বিলাশবহুল ইয়াট।
লম্বায় ১০৮ মিটার (প্রায় ৩৫৪ ফুট)। এই ইয়াটের কৃত্তিম সি বিচের সঙ্গে যে কোনো সাধারণ বিচের পার্থক্য হলো, এটি মাঝ সমুদ্রে ভাসমান বিচ। ইয়াটের পিছনের দিকে এই বিচ। এজন্য জাহাজের পিছন দিকটা নিচু করে সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
ইয়াটে বিনোদনে শক্তি যোগাবে তিন হাজার বর্গফুটের সোলার প্যানেল। এর দোতলায় রয়েছে একটি খোলামেলা বাগান ও একটি সুইমিং পুল। এছাড়া ইয়াটে যাত্রীদের জন্য রয়েছে বিশাল মাপের একটি কাঁচের হল ঘর। যেখানে রয়েছে পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন আধুনিক সুবিধা। রয়েছে একটি হেলিপ্যাডও।