রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরা হলেন- নরসিংদীর বাসিন্দা ওসমান ভুইয়া (৩২), নারায়ণগঞ্জের তামিমুর রহমান তামিম (২৬), ব্রাহ্মণবাড়িয়ার রমজান আলী চৌধুরী রিপন (৩৩) ও সোলেমান মিয়া বাবুল (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে থেকে কথিত ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন’ করছে বলে জানিয়েছে।
“এই দলের সদস্যরা অ্যান্ড্রয়েট মোবাইল বা ল্যাপটপে বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপের মাধ্যমে গোপন গ্রুপ তৈরি করে উগ্রবাদী সংবাদ, বই, ব্লগ, উগ্রবাদ উৎসাহমূলক ভিডিও আপলোড করে। পরে তা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহার করে আসছিল।”