রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

image-133260-1582659946

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দিবাগত রাত ১টার দিকে মহাখালীর সেতুভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার এসআই আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তারা স্ক্রুটিতে ছিল। তাদের স্ক্রুটিতে প্রেস লেখা ছিল। তারা কোনো গণমাধ্যমের কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

Pin It