রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

12-5dd5270504769

রাজধানী ঢাকার টিকাটুলিতে ’রাজধানী সুপার মার্কেটের’ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে লাগা মার্কেটটির আগুন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনীর কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।

Pin It