রাজনৈতিক মামলায় বন্দিদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

download (1)

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মী যারা রাজনৈতিক মামলায় কারাগারে আছেন তাদের মুক্তি চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর এক চিঠিতে তিনি আহ্বান জানান। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে করোনাভাইরাসের প্রভাবের কারণে হত্যা-ধর্ষণ ও এসিড সন্ত্রাসের মতো গুরুতর অপরাধী ছাড়া অন্যদের মুক্তির

বিষয়ে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সব রাজনৈতিক বন্দির মুক্তি চেয়েছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা, ধর্ষণ ও এসিড মামলার আসামি ছাড়া দীর্ঘদিন ধরে জেলা খাটা এবং লঘু অপরাধে দণ্ডিতদের কীভাবে মুক্তি দেওয়া যায়- সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। সরকারের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

 

Pin It