রাতেই লকডাউন মুক্ত হচ্ছে ওয়ারী

224306_bangladesh_pratidin_zzz21

করোনার সংক্রমণের হার তুলনামূলক হ্রাস পাওয়ায় তুলে নেওয়া হচ্ছে ওয়ারীর লকডাউন। গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারী এলাকার একাংশ লকডাউন করা হয়েছিল। সময়সীমা পূরণ হওয়ায় আজ (শুক্রবার) রাত ১২টা হতে তুলে নেয়া হচ্ছে এই লকডাউন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং ১ম ও ২য় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হচ্ছে।

এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে (চলমান থাকবে)। করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

Pin It