‘রাশিয়া আংশিক মুসলিম দেশ, এখানে ইসলামবিদ্বেষী কিছু মানা হবে না’

image-195157-1604149082

রাশিয়াকে আংশিকভাবে মুসলিম দেশ বলে উল্লেখ করেছেন দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, রাশিয়ার সরকার এখানে ইসলামবিদ্বেষী কোনো প্রচারণা মেনে নেবে না।

সম্প্রতি ফ্রান্সের বিতর্কিত সংবাদমাধ্যম শার্লি এবদোর ইসলাম নিয়ে উস্কানিমূলক কার্টুন প্রকাশ করে। এতে বিশ্বের লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।

রাশিয়ায় ইসলাম বিরোধী কোনো কার্টুন প্রকাশ করা সম্ভব নয় বলে জানান দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ‘আমাদের দেশে এ জাতীয় গণমাধ্যমের অস্তিত্ব একেবারেই অসম্ভব।’

দিমিত্রি পেসকভ আরো বলেন, ‘রাশিয়া আংশিকভাবে একটি মুসলিম দেশ। এখানে প্রায় দুই কোটির বেশি মুসলমান রয়েছে। রাশিয়ার মূল ধর্ম খ্রিস্টান। আমাদের এখানে বেশিরভাগ খ্রিস্টান রয়েছেন। আমাদের দেশে বহু জাতি এবং ধর্মের মানুষ একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধা দিয়ে বসবাস করে।’

Pin It