রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যোগ দিতে পারে বেলারুশ

image-533376-1647966867

যুক্তরাষ্ট্র ও ন্যাটো আশঙ্কা করছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে যে কোনো সময় যোগ দেবে বেলারুশ। গণমাধ্যম সিএনএনকে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই ইউক্রেনে সেনা পাঠানোর কার্যক্রম শুরু করেছে বেলারুশ।

সোমবার ন্যাটোর ওই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বে বেলারুশের যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে।

ওই কর্মকর্তার ভাষ্য, পুতিনের সহযোগিতা প্রয়োজন, যে দিক দিয়েই সম্ভব। ফলে ইউক্রেনে সাফল্য পেতে এখন বেলারুশের সেনাদেরই কাজে লাগাতে পারেন তিনি।

বেলারুশের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বেলারুশের সেনারা তৈরি আছেন। ইউক্রেনে কয়েকদিনের মধ্যে প্রবেশ করতে পারেন তারা।

ন্যাটোর আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে হামলা করার জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে বেলারুশ। সেই অজুহাতের সূত্র ধরে তারা ইউক্রেনের ওপর হামলে পড়বে।

এদিকে এখনো বেলারুশের সেনারা ইউক্রেনে প্রবেশ না করলেও রুশ সেনাদের তারা সহযোগিতা করছে।

রাশিয়ার সেনাদের একটি অংশ বেলারুশ হয়ে ইউক্রেনে এসেছে। তাদের রশদ পাঠানো ছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছে বেলারুশের সেনারা। এখন তারা যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন।

Pin It