রাসেল শো’তে হার কোহলিদের

Russel-samakal-5ca7aa0d75fd8

ঘুম ভালো হবে তো কোহলির? খাবার ভালো হজম হচ্ছে? মাথা ঠিকঠাক কাজ করছে? আইপিএলের চলতি আসরে পরপর পাঁচটি ম্যাচ হেরেছে ভারতীয় অধিনায়ক কোহলির দল ব্যাঙ্গালুরু। দুইশ’ ছাড়ানো রান করেও জিততে পারেনি কলকাতার বিপক্ষে। রাসেল ঝড়ে হেরেছে ৫ উইকেটে। এতো রান করেও হারের পর কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন না উঠে যায় না।

অন্যদিকে রাসেলের মধ্যে যেন ক্যারিবিয় হ্যারিকেন ‘ইরমা’ ভর করেছে। প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি। শুক্রবারও তার ১৩ বলে করা ৪৮ রানের ঝড়ে উড়ে গেছে কোহলিরা। হাতে ৫ বল রেখে জয় তুলে নিয়েছে নাইটরা। তবে এ ম্যাচে জয়ের পথেই ছিল কোহলিরা। শেষ তিন ওভারে ৫৩ রান দরকার ছিল নাইটদের। রাসেল-গিল ১৮তম ওভারে ২৩ রান নেন। পরের ওভারে সাউদির ওভারে নেন ২৯ রান। রাসেল তার ইনিংসে সাত ছক্কা এবং একটি চারের মার মারেন।

প্রথমে ব্যাট করে এ ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ব্যাঙ্গালুরু। পার্থিব প্যাটেল ২৫ করে আউট হন। পরে কোহলি খেলেন ৪৯ বলে ৮৪ রানের ইনিংস। ডি ভিলিয়ার্স ৩২ বলে ৬৩ রান করেন। মার্কোস স্টইনিস খেলেন ১৩ বলে ২৮ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস লিন ৪৩, উথাপ্পা ৩৩, নিতিশ রানা ৩৭ এবং দিনেশ কার্তিক ১৭ রান করেন। পরে জয়ের তরী তীরে ভেড়াতে দুর্দান্ত ওই ইনিংস খেলেন রাসেল।

ম্যাচ শেষে রাসেল জানান, অধিনায়ক কার্তিক বলেছিল দু-একটা বল দেখে তারপর শট খেলতে। তবে ডাক আউট থেকে দেখেই উইকেট সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আমি ছন্দে আছি। এই ধারাটা বদলাতে চাইনি। আর আমার কাছে কোন মাঠই বড় মনে হয় না। আমার শট খেলার ‍শক্তির ওপর ভরসা আছে। ওদিকে কোহলির কণ্ঠে ঝরেছে হতাশা, চিন্তাও করতে পারছি না। শেষ চার ওভারে তারা ৭৫ রান (৬৫ রান) আটকাতে না পারলে একশ’ রানও আটকাতে পারবে না।

Pin It