গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যার একটির নেতৃত্ব দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। রিজভীর নেতৃত্বে মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁর মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এছাড়া মিরপুরের রূপনগর, ভাটারাসহ রাজধানীর বিভিন্ন থানায় মিছিল হয়েছে বলে মহানগর ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে।
নয়া পল্টনে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “বর্তমানের মধ্যরাতের ভোটের সরকার জনগণকে কষ্টে ফেলতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিতে বিশ্বাস করে। এজন্যই জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। তারই বহিঃপ্রকাশ ঘটল গ্যাসের মূল্য বৃদ্ধিতে।”
বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়িয়েছে সরকার, যা কার্যকর হয়েছে জুলাইয়ের প্রথম দিন থেকেই। এতে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য মাসে ৯২৫ টাকা এবং দুই চুলার জন্য ৯৭৫ টাকা দিতে হবে, যা এতদিন ছিল যথাক্রমে ৭৫০ টাকা ও ৮০০ টাকা।
বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, “জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অবৈধ অর্থ উপার্জনের দ্বারা সরকারের লোকদের পকেট ভারী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে জনগণের কাঁধে চাপানো হল গ্যাসের মূল্য বৃদ্ধির ভারী বোঝা।
“আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকর না করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।”
অবিলম্বে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান রুহুল কবির রিজভী।
মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, মীর হোসেন মীরু, আরিফুর রহমান নাদিম, তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।